Skip to main content

গ্যাস্ট্রিক আলসার থেকে বেঁচে থাকার ৭টি উপায়..

গ্যাস্ট্রিক আলসার রোগটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। ডাক্তারি ভাষায় এটাকে পেপটিক আলসার ডিজিজ কিংবা গ্যাস্ট্রিক আলসার ডিজিজ বলা হয়। তবে সাধারন মানুষের কাছে এই রোগটি গ্যাস্ট্রিকের ব্যাথা, গ্যাসের ব্যাথা, পেটের আলসার, খাদ্যনালীর ঘা ইত্যাদি নামে পরিচিত। ডাক্তারের কাছে এসে রোগীরা সাধারণত এই নামেই সমস্যা উপস্থাপন করে। অগোছালো জীবন-যাপন, অনিয়মিত খাবার গ্রহণ, খাবার বাছাইয়ে অসতর্কতা ও অজ্ঞতা এ রোগের পিছনে বড় কারন।
গ্যাস্ট্রিক আলসার রোগের লক্ষণ
১. বুক ও পেটের উপরের অংশে ব্যাথা (পাকস্থলীর আলসারের ক্ষেত্রে খাবার খেলে এ ব্যাথা কমে যায়, কিন্তু অন্ত্রের আলসারের ক্ষেত্রে খাবার খেলে এ ব্যাথা সাধারণত বাড়ে),
২. বুক জ্বালাপোড়া করা,
৩. টক বা তিক্ত স্বাদের ঢেকুর তোলা,
৪. মাত্রাতিরিক্ত হেচকি ওঠা,
৫. বুকের পেছনের অংশে বা মেরুদণ্ডে ব্যথা,
৬. পেটের উপরের অংশে গরম অনুভূত যাওয়া,
৭. ক্ষুধামন্দা,
৮. বমি বমি ভাব ও বমি হওয়া।
প্রতিকারের উপায়
ডাক্তারি পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে সহজেই এ রোগ থেকে মুক্তি পেতে পারেন। চলুন প্রতিকারের কয়েকটি সহজ উপায় জেনে নেই-১. ভাজাপোড়া ও মশলাযুক্ত খাবার কম খাওয়া।
২. এলকোহল ও ক্যাফেইন যুক্ত খাবার (যেমন: চা, কফি ইত্যাদি) বর্জন করা।
৩. ভাতের সাথে অতিরিক্ত লবন (কাঁচা লবন) না খাওয়া। কারন খাবার লবনে যে অতিরিক্ত সোডিয়াম থাকে তা
আলসার তৈরিতে সহায়তা করে।
৪. সামুদ্রিক তৈলাক্ত মাছ বেশি করে খাওয়া। কারন এ ধরনের মাছে ওমেগা-থ্রি ফ্যাটি এসিড থাকে যা প্রোস্টাগ্লাণ্ডিন তৈরিতে সাহায্য করে। এই প্রোস্টাগ্লাণ্ডিন আলসার শুকাতে সাহায্য করে।
৫. এসপিরিন ও ব্যাথানাশক ওষুধ এড়িয়ে চলা। এগুলো প্রোস্টাগ্লাণ্ডিনকে বাধা দেয়। ফলে নতুন করে আলসার তৈরি হয়।
৬. ভিটামিন-এ, সি ও ই যুক্ত ফল-মূল ও শাক-সবজি বেশি পরিমানে খাওয়া। এ সকল ভিটামিন আলসারের ঘা শুকাতে
সাহায্য করে।
৭. প্রচুর পরিমাণ পানি পান করা। এতে অতিরিক্ত এসিড নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) হয়ে যাওয়ায় আলসারের ঝুঁকি কমে।

Comments

  1. গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসাঃ
    চিকিৎসার মূল লক্ষ্য তিনটি -
    ১) লক্ষ্মণ উপসর্গ দূর করা
    ২) আলসার শুকানো দ্রুততম করা
    ৩) এইচ. পাইলোরি ব্যাকটেরিয়ার পুনরাবৃত্তি রোধ করা।
    আর এর মাধ্যমেই আলসারের পুনরাবির্ভাব প্রতিরোধ করা এবং দীর্ঘ মেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তা লাঘব করা যায়।
    সাধারণ কিছু স্বাস্থ্য বিধি মেনে চলা -
    ধূমপান, মদ্যপান, অ্যাসপিরিন ও NSAIDs জাতীয় ব্যথানাশক ওষুধ পরিহার করা।
    খাবার গ্রহণে তেমন বিশেষ কিছু বিধি নিষেধ নেই, শরীরের পক্ষে সহায়ক সকল প্রকার খাবারই পরিমাণ মতো খাওয়া যেতে পারে।
    ওষুধের মাধ্যমে চিকিৎসাঃ
    লক্ষ্মণ উপসর্গ কমানো ও ঘা বা আলসার শুকানোর জন্য -
    (১) H2 blocker -
    ফ্যামোটিডিন
    (২) PPI -
    ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, ডেক্স-ল্যানসোপ্রাজল, র‌্যাবিপ্রাজল
    (৩) অ্যান্টাসিড, সুক্রালফেট, বিসমাথ
    (৪) এইচ. পাইলোরি নির্মূলকরণ চিকিৎসা
    ৭-১৪ দিনব্যাপী এই চিকিৎসা নিতে হয়।
    ৮০-৯০% সফলতা পাওয়া যায়।
    সাধারণত একটি PPI এর সাথে দুটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় (অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, মেট্রোনিডাজোল, লিভোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন), সাথে বিসমাথও থাকতে পারে।
    মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ মূলক চিকিৎসা -
    এইচ. পাইলোরি নির্মূলকরণ চিকিৎসার পর নিরবচ্ছিন্ন মেইনটেনেন্স চিকিৎসার প্রয়োজন নেই।
    স্বল্প সংখ্যক ক্ষেত্রে শুধু মাত্র রাতের বেলা স্বল্প মাত্রার PPI ব্যবহার করা যেতে পারে।
    সার্জিক্যাল চিকিৎসাঃ
    (১) তাৎক্ষণিক সার্জারি
    ★ আলসার ঘনীভূত হয়ে পাকস্থলী কিংবা ডিওডেনাম ফুটো হয়ে গেলে,
    ★ পাকস্থলি কিংবা ডিওডেনাম হতে রক্তপাত হলে।
    (২) ঐচ্ছিক সার্জারি
    ★ Gastric outflow obstruction বা দীর্ঘ মেয়াদি আলসারের জটিলতা জনিত পাকস্থলীর বহির্মুখ সরু বা বন্ধ হয়ে গেলে;
    ★ পর্যাপ্ত পরিমাণে ওষুধের মাধ্যমে চিকিৎসার পরও স্থায়ী আলসার থাকলে;
    ★ অপারেশনের পরও যদি পাকস্থলী কিংবা ডিওডেনামে পৌনঃপুনিক আলসার হয়।
    বিস্তারিত জানতে, Dr Sayedul Haque Jewel
    সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
    চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
    ০১৭০৩-৭২৮৬০১

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আলসার রোগীর খাদ্য তালিকা

আলসার বা পেটের ভিতরে হওয়া ঘা রোগীর জীবনকে দুর্বিষহ করে তোলে। পেটের দেওয়ালে হওয়া ঘায়ের সঙ্গে খাবারের মধ্যে থাকা মশলা , তরল ইত্যাদির সংস্পর্শ হলে বা অ্যাসিডিটি হলে পেটে প্রচণ্ড ব্যথা হয় , গ্যাসট্রাইটিসের সমস্যা হয় , পেট জ্বালা করতে থাকে যা সহ্য করা একেক সময় অসম্ভব হয়ে ওঠে। আলসারের মধ্যে সবচেয়ে চেনা নাম হল ' গ্যাসট্রিক আলসার ' । আল্ট্রাসনোগ্রাফি করে আলসার ধরা পড়ার পর চিকিৎসার মাধ্যমে সারানো যায়। বস্তুত , আলসার সারানোর নানা উপায় রয়েছে। আলসার সেরে যাওয়ার পর ঠিকমতো ডায়েট চার্ট মেনে চলাও সবার অবশ্য কর্তব্য। একইসঙ্গে ধূমপান না করা , মদ্যপানে বিরত থাকার কথাও চিকৎসকেরা বারবার করে বলে দেন। আসুন দেখে নেওয়া যাক , কোন কোন খাবার ডায়েট চার্টে থাকলে আলসার সারতে পারে সহজেই। মধু মধু এমন একটি অ্যান্টিসেপটিক যা যে কোনও জ্বালা-পোড়া বা ঘা সারাতে লড়াই করে। মধু খেলে আলসার আর বাড়ে না। বরং ধীরে ধীরে কমবে। টক দই কম ফ্যাটের ডেয়ারি প্রোডাক্ট, বিশেষ করে দই আলসার সারাতে অসাধারণ কাজ করে। চর্বিহীন মাংস ও পোলট্রি  প্রোডাক্ট চর্বিহীন মাংস ও পোল...

আমাশয় এবং আইবিএস কি ? #004

শহরের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেন, বয়স পঞ্চাশ, উদ্বিগ্ন মনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে বসে আছেন। কয়েকদিন যাবৎ তার পেটটা ভাল যাচ্ছে না। এর আগেও তার পাতলা পায়খানার সমস্যা হয়েছে। কিন্তু এবার তিনি লক্ষ্য করেছেন- পায়খানার সাথে লাল লাল রক্ত যাচ্ছে। তাই তিনি চিন্তিত মনে তার সমস্যা নির্ণয়ের চেষ্টায় চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। পারভিন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বয়স চব্বিসের কাছাকাছি হবে। কয়েক মাস ধরে তার পেটে সমস্যা হচ্ছে। দিনে দু থেকে তিনবার পায়খানা হয়, প্রত্যেকবার পায়খানার আগে পেটটা মোচড় দিয়ে ব্যথা হয়, পায়খানা হয়ে গেলে ব্যথা কমে যায়। পেটে শব্দ হয় এবং পায়খানা কিছুদিন পাতলা হয়, আবার কিছুদিন ভাল থাকে। পায়খানার সাথে আম যায়। এমতাবস্থায় দৈনন্দিন কাজে সমস্যা হওয়ায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের নিকট পরামর্শের জন্য এসেছেন। দীর্ঘমেয়াদী লিভার প্রদাহের সমস্যায় ভুগছেন চল্লিশ বছর বয়সী রাকিব মোল্লা। নিয়মিত চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করে যাচ্ছেন। কয়েক মাস হল তার পায়খানা পাতলা হতে শুরু করেছে। কিছুদিন ভাল থাকে, কিছুদিন পাতলা হয়, কিছুদিন কষা হয়। পায়খানার সাথে আম যায়। পেটে খু...

ওজন কমানোর ছয় টি ভুল ধারণা

বাড়তি ওজন কমে গেলে কার না ভালো লাগে! তাই ওজন কমাতে অনেকে হয়তো উঠেপড়ে লাগেন। আর ভুলভাল রীতি মেনে চলতে থাকেন।এতে অনেকের বাড়তি মেদ   কমলেও শরীরের ওপর বাজে প্রভাব পড়ে। আবার চেষ্টার পরও কাঙ্ক্ষিত ফলাফল পায় না অনেকে। ওজণ   কমানোর কিছু ভুল ধারণার কথা   জেনে নিন। 1: কার্বোহাইড্রেট শত্রু অনেকেই ওজণ কমানোর সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই বাদ দিয়ে দেন বা ভাবেন Weight কমাতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতেই হবে। সত্য হলো , শরীরের বাড়তি মেদ কমাতে গেলে বা স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিলে চলবে না। স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস যেমন : ফল , সবজি , বাদাম , গম জাতীয় খাবার এগুলো শরীরের জন্য গুরুত্বপূর্ণ।   ওজন   কমাতে প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেটের ভারসাম্য রাখতে হবে। তবে পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেওয়ার বিষয়ে একমত বিশেষজ্ঞরা। পরিশোধিত কার্বোহাইড্রেট যেমন : সাদা ভাত , সাদা পাস্তা , প্রক্রিয়াজাত স্ন্যাক , মিষ্টি ইত্যাদি। এগুলো কম খাওয়াই ভালো। 2: দ্রুত ফলাফল পেতে জিমে গিয়ে কঠোর ব্যায়াম করা প্রতিদিন সমপর...